বিশেষ প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও সনাক এর সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান, পিরোজপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।