বিশেষ প্রতিনিধি:
রবিবার ০৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কৃষ্ণচূড়া মোড়ে ভাগীরথী চত্বরে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার সকল বিভাগীয় কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, ছাত্র প্রতিনিধি,
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তীতে, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে ১২.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত সকলে মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের অবদান তুলে ধরেন এবং পিরোজপুর জেলার উন্নয়নে মুক্তিযোদ্ধাসহ সকলের সহযোগিতা কামনা করেন।