মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন (সিফরসি) সিটি কর্পোরেশন গভর্ন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির ১ম সভা (অর্থবছর ২০২৪-২৫) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় রাসিকের সচিব এর দপ্তর কক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছর গভর্ন্যান্স কৌশলপত্র ভিত্তিক কর্মপরিকল্পনা রিভিউ করা, সিটি লেবেল কো-অর্ডিনেশন কমিটি ও ওয়ার্ড লেবেল কো-অর্ডিনেশন কমিটি পুর্নগঠন সর্ম্পকে আলোচনা, ২০২৪-২০২৫ অর্থবছর প্রশিক্ষণ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনের গুনগত মান বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন, জাইকা সিফরসি প্রজেক্টের টিম লিডার MS. Noako Anzai, সিফরসি প্রজেক্টের সিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট মনি মালা রয়, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব খোকন, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান, উপ সচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন, সহকারী প্রোগ্রামার রেজাওয়ানুল হুদা, সহকারী সচিব (চলতি দায়িত্ব) শমসের আলী, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।