মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের ছবি ব্যবহার করে একটি ফেক (জাল) হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
রোববার বিকেলে এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ফেক আইডির বিষয়ে সতর্ক করে কোন ধরণের যোগাযোগ স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেয়া ওই বার্তায় বলা হয়, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে চালানো একটি ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিষয়ে তার দৃষ্টিগোচর হয়েছে। +৬০ ১৭-৪০১৮৩৩৯ নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরণের কোন নম্বর তার নেই। শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিশিয়াল মুঠোফোন নম্বর ০১৭৪৫৭১৬৪৮৭ এটি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, একজন ইউপি সদস্য বিষয়টি আমাকে অবগত করেছেন। ফেক অ্যাকাউন্টের তথ্য ইতোমধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।