ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নীর বিরুদ্ধে বনের জমি দখল, অন্যের জমি জোরপূর্বক দখল, আওয়ামী লীগের প্রভাব বিস্তার সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ পারভেজ খোকনের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন মুন্নিসহ বেশ কয়েকজন পূর্ব পরিকল্পিত ভাবে পারভেজ খোকনের ডেইরি ফার্মে হামলা চালায়। এমনকি বাদীর খরিদকৃত পল্লী বিদ্যুতের দুটি খুটি উপড়ে ফেলে। এসময় প্রতিবাদ করতে গেলে রতন ও মনির মিয়া নামে দুইজনকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। মহিলাদের স্বর্ণালংকার লুটসহ তাদের বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। পরবর্তীতে বাদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় পারভেজ খোকন বাদী হয়ে মুন্নীসহ মেহজাবিন সুলতানা, রহমতুল্লাহ কাশেম, শাজাহান সহ পাঁচজনকে আসামি করে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য বিগত আওয়ামী সরকারের আমলে মাহমুদা সুলতানা মুন্নি করেননি এমন কোন অপকর্ম নেই। অন্যের জমি দখল থেকে শুরু করে সব ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন তিনি।
আওয়ামী সরকারের পতন হলেও রহস্যজনক কারনে মুন্নির ক্ষমতার দাপট কমেনি। তার অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মুন্নির অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।