ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামে বসতভিটার সীমানা বরাবর পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।
৭ ডিসেম্বর ( শনিবার) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, মমতাজ আলী তার পুরাতন বসতভিটা স্থানান্তর করে নতুন জায়গায় বসতভিটা করার জন্য পুরাতন বাড়ির জমি থেকে ৫ ফিট গর্ত করে নতুন বাসায় নিয়ে যাচ্ছেন। পুরাতন বাড়ি থেকে মাটি খুড়ে নিয়ে যাওয়ায় পাশে বসবাসরত বাড়িগুলো ঝুকির মধ্যে পড়ার আশঙ্কা দেখা দিবে আগামীতে। ঝুঁকির আশঙ্কা থেকে সমাধান পাওয়ার আশায় পাশে বসবাসরত সফিকুল ইসলাম থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়। যার ফলে বিবাদী আইনের উৎসাহ পেয়ে মাটি খুড়ার কাজ চলমান রাখেন।
সফিকুল ইসলাম জানান, পুর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন আমার বসতভিটার সীমানা বরাবর ৫ ফিট গর্ত করে পুকুর খনন করছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্ষতি সাধন করা। প্রশাসনকে ম্যানেজ করেই বাড়ীর সীমানা বরাবর পুকুর খনন করছেন বলে জানান তিনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমি মাটি খনন করতে নিষেধ করেছি।