মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাসিমা আক্তার (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে গোপন সংবাদের মাধ্যমে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভুমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এস আই অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে অভিযান চালায়। এসময় দক্ষিণ তেতাভুমি এলাকা থেকে বডি ফিটিং ৫ কেজি গাঁজাসহ নাসিমা আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাসিমা আক্তার চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার ডিঙ্গা বাঙ্গা গ্রামের আব্দুল মান্নান প্রকাশ মিজান মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি নাসিমা আক্তার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাহার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনি মামলা হয়েছে।