আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর তুলাতুলি বাজার এলাকার রফিক গংদের বিরুদ্ধে একই এলাকার দিনমজুর আব্দুর রহিমের পরিবারের উপর হামলার এ অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ডিসেম্বর ) দুপুর ১টার সময় শ্যামপুর তুলাতুলি বাজার সংলগ্ন শামসুল হক রাড়ির বাড়ীতে এই ঘটনা ঘটে। জানা যায় আব্দুর রহিমের সাথে অভিযুক্ত রফিক গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে আব্দুর রহিমকে মারধর করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠায় এবং তার ছেলে আলী হোসেন (২৫) ও মোহাম্মদ আলী আকবর (২০) এর বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে এফআইআর দায়ের করে রাখেন।
আহত মোঃ আলী হোসেন অভিযোগ করে বলেন, আমরা জমিতে ধান চাষ করার জন্য জমি দেখতে গেলে সন্ত্রাসী রফিকের হুকুমে মোতালেব মাঝির ছেলে আনোয়ার হোসেন, রফিকের ছেলে নিজাম, সেলিম ব্যাপারীর ছেলে ইউসুফ, সামছুল হক রাড়ির ছেলে সেলিম ব্যাপারী, সেলিম ব্যাপারীর ছেলে সাকিব সহ দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালায়। আমরা জীবন বাঁচানোর চেষ্টায় আমার দাদা সামছুল হক রাড়ির বাড়িতে গিয়ে আশ্রয় নিলে উক্ত সন্ত্রাসীরা সেখানে গিয়ে ঘর ভাঙচুর করে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের মাথায় আঘাত করে। আমার দাদি ছকিনা বেগম আমাদেরকে বাঁচাতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের হাড় ভেঙে হয়ে যায়। ওই হামলায় আমার ছোট ভাই আলী আকবর ও গুরুতর আহত হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম ব্যাপারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি মসজিদে ছিলাম। এসে শুনছি রফিকের দুই ছেলের সাথে মারামারি ঘটনা ঘটেছে ।