বিশেষ প্রতিনিধি:
সচেতন অভিভাবকের যুক্তি, মাদক থেকে মুক্তি এই স্লোগান নিয়ে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ টায় মধ্যরাস্তা যুবসংঘ এর আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আসলাম শেখ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান শেখ রুবেল সহ মধ্যরাস্তা যুব সংঘের সদস্যবৃন্দ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল খেলা দেখতে ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়।
আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিলেও উদ্বোধনী ম্যাচে শরণখোলা ক্রিয়া চক্র ফুটবল একাডেমি এবং ঝালকাঠি নুরুন্নবী ফুটবল একাডেমি মুখোমুখি হয়।