নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর রগ কেটে যুবককে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ কর্তৃক গ্রেফতার। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে শাহজাহান (৩১) নামীয় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও রগ কেটে হত্যা করা হয়। ভিকটিম শাহজাহান (৩১) এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল।
উক্ত বিরোধের কারনে আসামীরা বিভিন্ন সময় শাহাজানকে খুন-জখমের হুমকি দিয়া আসছিল। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত প্রধান আসামী ইমরান সহ আরো অন্যান্য আসামীগণ রামদা, চাকু, ছুরি, চাপাতি, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে গত ইং ২৮/১১/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪.৪০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কুরবানপুর মাতলাপাড়া কবর স্থান সংলগ্ন বালুর মাঠে শাহজাহানকে একা পেয়ে আসামীরা তাকে এলোপাথারীভাবে ছুরিকাঘাত ও বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়।
পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অতঃপর উন্নত চিকিৎসার জন্য গত ০১/১২/২৪ তারিখ ঢাকার শ্যামলীস্থ প্রাইম জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ০২/১২/২৪ তারিখ বিকাল ০৪.৩৬ ঘটিকার সময় ভিকটিম শাহাজান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ আল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১২/২০২৪ ইং, ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
নৃশংস এই হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী ইমরান (৩৫), পিতা-হাসু, সাং-ছোট কুরবানপুর, পোঃ মঙ্গলেরগাঁও, থানা-সোনাগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০৪/১২/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন খানপুর এলাকা হতে আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।