মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে মাহিন্দ্র উল্টে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিবের মৃত্যু। শুক্রবার সন্ধা ৫টায় মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরচর ইউনিয়নের সিকদার কান্দা নামক স্থানে ঢাকা থেকে মুলাদী আসার পথে মাহিন্দ্র উল্টে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন কলেজ-টু শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ ফরহাদ হোসেন (৫২)।
জানাগেছে, নিহত ফরহাদ হোসেন মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মাওলানা মৃত আঃ কাদের হাওলাদারের পুত্র। তিনি শুক্রবার নিজ এলাকায় একটি ওয়াজ-মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ঢাকা থেকে রওয়ানা করে মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাট থেকে মাহিন্দ্র যোগে নিজ এলাকা মুলাদী সদর ইউনিয়নে রওয়ানা করেন। তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।