এমএন রহমান::
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের মৃত্যুতে দোয়ার আয়োজন করে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
দোয়াপূর্ব আলোচনায় প্রধান শিক্ষকের দক্ষ ও সুশৃঙ্খল কর্মময় সময়গুলো নিয়ে আলোচনা করা হয়। উনি উক্ত বিদ্যালয়ে ০১/১২/২৩ থেকে ০৪/১২/২০২৪ পর্যন্ত মাত্র ২বছর সময়ে উনার ব্যবহার ও ব্যক্তিত্ব দিয়ে সবার খুব আপণ হয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন গতকাল বুধবার স্কুল ছুটি দিয়ে বাড়িতে যাওয়ার পথে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নারায়ণগঞ্জের ১নং রেল গেটে ট্রেন দূর্ঘটনায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। প্রধান শিক্ষকের আকষ্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।