আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সীমা বেগম (২১) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন তার স্বামী মো. রাকিব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপজেলার মিয়ারহাটের সীমা বেগমের সঙ্গে বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট এলাকার মো. রাকিবের বিয়ে হয়। তাদের একটি ১০-১১ মাসের ছেলে সন্তান আছে। রাকিব পানের বরজে কাজ করেন। তার আয় কম থাকায় ও সাংসারিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলে আসছিল। বুধবারও তাদের মধ্যে ঝামেলা হয়। এনিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করতে পারেন বলে দাবি স্বামীর পরিবারের। পরে রাতের দিকে সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যান নিহতের স্বামী।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি বোরহানউদ্দিন থানার আওতায়। যেহেতু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তাই আমরা লাশের পোস্টমডম করতে মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বোরহানউদ্দিন থানা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো। এছাড়াও নিহতের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।