রাবি প্রতিনিধি:
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৯ বিভাগের ৫৪ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৩ ও ২০২৪’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
২০২৩ ও ২০২৪-এ ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের ৭ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ জন, রসায়ন বিভাগের ৭ জন, পরিসংখ্যান বিভাগের ৭ জন, বায়োকেমিস্ট্রি এন্ড মডিকুলার বায়োলজি বিভাগের ৬ জন, ফার্মেসি বিভাগের ৭ জন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ৩ জন, ফলিত গণিত বিভাগের ৬ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৫ জন।
এছাড়াও বিভিন্ন রিসার্চে অবদান রাখার জন্য ৩৪ শিক্ষক পেলেন আর্টিকেল অ্যাওয়ার্ড। এওয়ার্ড প্রাপ্ত শিক্ষকগণের মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মডিকুলার বায়োলজি বিভাগের ৮ জন, ফার্মেসি বিভাগের ৩ জন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ৭ জন, পরিসংখ্যান বিভাগের ২ জন, গণিত বিভাগের ৬ জন, রসায়ন বিভাগের ২ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৪ জন, ফলিত গণিত বিভাগের ২ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যক্তিগত অর্জন নয়, এর পেছনে বহু মানুষের অবদান থাকে। পরিবার, রাষ্ট্র ও সমাজের অবদান ভুলে গেলে চলবে না। পুরস্কার পাওয়া আনন্দের, কিন্তু এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। নাগরিক হিসেবে যদি সেই দায়িত্ব অনুভব না করি, তবে পুরস্কারের মূল্য থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে ডিনস অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। আমরা ইতোমধ্যে এক দশক পার করেছি। আমরা আশাবাদী যারা আজকের এওয়ার্ড পেলেন তারা আরো বেশি বেশি করে গবেষণায় মনযোগী হবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন বলেন, ডিনস অ্যাওয়ার্ড এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করা। সেসকল শিক্ষক, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেজ বিল্ড করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান বলেন, শিক্ষক শিক্ষার্থীদের জন্য এইসব অ্যাওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে।বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এর জন্য এইসব অ্যাওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এসময় তিনি যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পুরষ্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আক্তার বলেন, ডিনস অ্যাওয়ার্ড হলো একটি শিক্ষার্থীর কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলাফল। এটি প্রমাণ করে যে, একাডেমিক বা অন্যান্য কর্মকাণ্ডে তার অবদান ছিল উল্লেখযোগ্য। এই পুরস্কারটি সাধারণত সেই শিক্ষার্থীদের দেওয়া হয় যারা তাঁদের শিক্ষাজীবনে এক ধাপ এগিয়ে গেছেন। এটি তাদের একাডেমিক দক্ষতা, সৃজনশীলতা, এবং চিন্তাশক্তির স্বীকৃতি।
তিনি আরো বলেন, আমরা এবছর নবমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করছি। যারা পরপর তিনবার ডিনস অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য পরবর্তীতে আমরা আরো উচ্চতর এওয়ার্ড প্রদান করতে চাই। এ ধরনের এওয়ার্ড শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সাফল্যের পথ আরো মসৃণ করবে।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।