ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা প্রচারণা, আগামীর রাজনীতি ও বাংলাদেশ বিনির্মাণে’ মতামত সংগ্রহে ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গৌরীপুর মহিলা কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ শিক্ষার্থীদের কাছ থেকে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ সম্পর্কে মতামত গ্রহণ করেন।
এ সময় মতামত তুলে ধরেন সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী সীমা আক্তার, লিমা আক্তার, দ্বাদশ শ্রেণির ছাত্রী আঁখি গোসাই, একাদশ শ্রেণির ছাত্রী তায়্যেবা জামান রায়না, আফসানা, সামী আক্তার ইমা প্রমুখ।
মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক সেলিম আল রাজ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম নুর মোহাম্মদ মামুন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক উদয়, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।