হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় ২ ডিসেম্বর বিকাল ৪টায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় হিজলা উপজেলায় আনন্দ মিছিল দোয়া মোনাজাত ও আলোচনা সভা হয়, প্রথমেই মিছিলটি হিজলা উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি'র অফিস সম্মুখে এসে আলোচনা সভা শুরু হয় সভায় বক্তব্য রাখেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, কৃষক দলের সভাপতি খ ম হুমায়ুন কবির, এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, ছাত্রদল সহ হিজলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি'র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।