মোঃ শাহিন ইসলাম, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর ব্রীজপাড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন।
০৯ ডিসেম্বর সোমবার রেহারচর ব্রীজপাড় মসজিদ প্রাঙ্গণে বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন: হযরত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, কুয়াকাটা,খতিব, ঝিলপাড় মসজিদ, মুগদা,ঢাকা।
ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন: হযরত মাওলানা আব্দুল হাই তারাপুরী, ঢাকা, হযরত মাওঃ মুহাম্মদ মাহবুব আলম (নয়ন) সহ-সুপার তাইজুল ইসলাম দাখিল মাদ্রাসা, শেরপুর, হযরত মাওঃ মিজানুর রহমান আনসারী, ফুলপুর,ময়মনসিংহ,প্রমুখ।
এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
সম্মেলনে সভাপতি পালন করবেনঃ আলহাজ্ব হযরত মাওলানাঃ নুরুল হক সাহেব, দা: বা:, সাবেক ইমাম, চন্দ্রকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সহ-সভাপতি পালন করবেন: হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, দায়িত্বপ্রাপ্ত সুপার, ডৌয়াতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা।
মাহফিল পরিচালনায় হিসেবে দায়িত্ব পালন করবেন: হাফেজ মাওঃ মোকারম রাইহান, কলরব শিল্পী গোষ্ঠী ও শিক্ষক, খিলগাঁও মাদ্রাসা,ঢাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: জনাব মোঃ দেলোয়ার হোসেন সাইদ,ইঞ্জিনিয়ার,নকলা,শেরপুর।
আরও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন: জনাব মোঃ মোকছেদুল হক (শিবলু) জনতার চেয়ারম্যান, শেরপুর জেলা বিএনপি। জনাব মোঃ কামরুজ্জামান (গেন্দু) চেয়ারম্যান, ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ শামীম ফরাজী, সভাপতি, ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি শাখা।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছন অত্র মসজিদ এর ইমাম ও খতিব,ক্বারী মাওঃ এনামুল কবির।
আরও স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। উক্ত সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দু'জাহানের কামিয়াবী হাসিল করুন।
বিঃ দ্রঃ মহিলাদের জন্য ওয়াজ শুনার সুব্যবস্থা রয়েছে।