উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব আসামি খালাস ঘোষণার পর বাগেরহাটের কচুয়ায় আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর রোববার বিকাল ৫টায় কচুয়া জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের হয়। এটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কচুয়া উপজেল বিএনপি'র যুগ্ম আহবায়ক বেদারউদ্দিন ডাকুয়া, খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউর রসুল,যুগ্ম আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা। এছাড়াও কচুয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।