সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী
নরসিংদীর শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা:ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজানূর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ প্রমুখ।
জানা গেছে, ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৯ টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কতৃর্পক্ষ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্যোগ নেয়া হয়। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৯ টি ইউনিয়ন ও ০১টি পৌরসাভায় পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।