কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৭তম ও ১৮তম ব্যাচ) শিক্ষাবর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি)-তে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিবিএ ফ্যাকালটির সামনে ফর্ম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে আগামী ৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। রবিবার (০১ ডিসেম্বর) এই সকল বিষয় নিশ্চিত করেছেন কুবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী।
নিয়োগের নির্বাচন প্রক্রিয়ায় ক্যাডেট নির্বাচনটি লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী, গণিত, বিশ্ববিদ্যালয়, সাধারণ জ্ঞান), স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
সার্বিক বিষয়ে কুবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (ক্যাডেট এডজুটেন্ট, আলফা কোম্পানি) মোঃ সামিন বখশ সাদী বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের আধাসামরিক বাহিনী তথা বিএনসিসির ক্যাডেট সংগ্রহ শুরু হয়েছে। দেশ ও জাতির যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন পরিস্থিতিতে দেশের সেবা করার জন্য প্রত্যেক ক্যাডেটকে শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সময়ানুবর্তিতা ও নেতৃত্বদানের গুণাবলি অর্জন করার জন্য বিএনসিসির বিকল্প নেই। প্রতিকূল পরিবেশে কাজ করার মতো দক্ষ মানসিকতা তৈরি করতে প্রশিক্ষণ প্রদান করা হয়।
তিনি আরও জানান, বুথের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তালার রুম নং (০৪) বিএনসিসির অফিস থেকেও সংগ্রহ করা যাবে। তাছাড়া ফর্মের সাথে বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র বা রেজিষ্ট্রেশনের ফটোকপি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মার্কশীটের ফটোকপি ও পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।