জুয়েল রানা মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ-আহত হয়েছে তাদের স্মরণে এক বিশাল দাওয়াতী সমাবেশ আয়োজন করা হয়। শনিবার (৩০নভেম্বর ) বিকালে ৩টায় জলছত্র মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং অরণখোলা ইউনিয়নে শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ জুলহাস উদ্দিন এর সভাপতিত্বে এবং মোল্লা মামুন আজাদ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর, টাংগাইল জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুরহানুল ইসলাম বলেন, যারা আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী করি তারা বিশ্বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা আমাদের ভাই। আল্লাহ সূর্য যেমন সকলকে আলো দেয়, তেমনি আল্লাহ জমিন সকলকে খাবার দিতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নীরবতা রাখার জামায়াত ইসলামী ক্ষমতা রাখে। আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় ক্ষমতা গেলে দুর্নীতিবাজ চাদা মুক্ত পরিবেশ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মুন্তাজ আলী, কর্মপরিষদ সদস্য টাঙ্গাইল, মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল্লাহ খান, ড. অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসাইন, সাবেক কর্মপরিষদ সদস্য টাঙ্গাইল শাখা প্রমুখ। আলোচনা শেষে সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কাদির আগামী দেশ বাংলাদেশ জামায়াত ইসলামী সন্ত্রাসমুক্ত থাকবে। সকলকে দাওয়াত দিয়ে এই অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করেন।