নাদিম আহমেদ অনিক-
তালুকদার সানাউল্লাহ'র রচনা ও সাইদুল ইমনের পরিচালনায় সাম্প্রতিক রাজধানীর এক শুটিং স্পটে আরশ খান ও তাসনুভা তিশা অভিনিত নাটক 'অর্ধবৃত্ত' এর শুটিং সম্পূর্ন হয়েছে। নাটকটিতে থাকছে মোহন আহমেদের কথা ও সুরে, ওয়াহিদ শাহীনের সঙ্গীত পরিচালনায় 'মরারে মারবি কতো' শিরোনামে একটি গান।
গানটিতে কন্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট ক্যাপ্টেন।
সংগীত শিল্পি ক্যাপ্টেন বলেন,
'অর্ধবৃত্ত' নাটকটি শুধু বিনোদন কনটেন্ট না,
আমার কাছে মনে হয়েছে একটি শিক্ষনীয় মেসেজ রয়েছে নাটকটিতে। আমরা সচারাচর যে সকল নাটক দেখে থাকি তার থেকে অর্ধবৃত্ত একেবারেই আলাদা একটি গল্পের নাটক। সমাজে একটা নাড়ি তার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে দিন পার করছেন, পদে পদে ধাপে ধাপে বাধার সম্মুখীন হওয়া, সেখান থেকে উঠে দাঁড়ানো, নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সংসারটাকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা, অন্য দিকে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে নিজের পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে দিনের পর দিন খেটে বাড়িতে টাকা পাঠানো, নিজের বাবা মারা যাওয়ার পরও বাবার মুখ শেষ বারের মতো দেখার আকুতি, সব কিছু হারিয়ে দেশে ফিরে নিজের ভালবাসাকে খোঁজা। নিজের ভালোবাসার মানুষের কাছে দোষী হয়ে বেঁচে থাকা, ভালোবেসে জীবন কাটিয়ে দেয়া। আসলে জীবন কি! তার কিছুটা মানে খুঁজে পাওয়া যায় তালুকদার সানা উল্লাহর অর্ধবৃত্তে।
ক্যাপ্টেন আরো জানান, অর্ধবৃত্তে' গান করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ছোট বেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি। অসম্ভব সুন্দর ফোক ঘারানার গান থাকছে অর্ধবৃত্তে। আশা করছি সকল শ্রেনী পেশার মানুষের কাছে গানটি ভালো লাগবে।