মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। এসময় শতশত মুসল্লী ইসকন বিরোধী স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের পরে কেন্দ্রীয় ইদগাহ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবমজলিস সভাপতি মাওলানা নাইমুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ছায়েম, ছাত্রদলের যুগ্মসম্পাদক সৈয়দ আলী হাসান, হাফেজ মাওলানা নাইমুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যাকারী ইসকন সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিকে নলছিটি ইমাম কল্যান সমিতি ও সাধারণ মুসল্লীদের আয়োজনে শুক্রবার (২৯ নভেম্বর) জুমআ নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি নলছিটি মার্চেন্টস সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়ক থেকে শুরু হয়ে শহীদ সেলিম চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে। এসময় তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। বাংলাদেশে এদের ঠাই হবে না। অবিলম্বে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। স্বাধীন বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায়ের জন্য তারা হুমকি। মুসল্লীরা ভারতের দালালদের বিরুদ্ধেও স্লোগান দেন এবং হুশিয়ারি উচ্চারণ করেন।