মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যদের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ অরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর।
সকালে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, রূপান্তরের আইন সহায়তা অ্যাক্টিভিটির বরিশাল জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার ও প্রজেক্ট অফিসার মো: আজিজুল হক।
অরিয়েন্টেশন কর্মশালায় সরকারের লিগ্যাল এইড কর্মসূচির বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের প্রদর্শনী করা হয়। এতে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।