উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের উদ্যোগে কচুয়া উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার গোলচত্বর এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের শোভাবর্ধক গাছের চারা ও ফুলের চারা রোপন করা হয়েছে। যানবাহন চলাচলে ঝুঁকি নিরসনসহ সৌন্দর্য বৃদ্ধির জন্য এর আগে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন ধরনের পোস্টার বিলবোর্ড অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
২৭ নভেম্বর বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গোল চত্বরের নির্ধারিত জায়গাটি সাইনবোর্ড বাজার কমিটি, কচুয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত সাহায্য সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছের চারা রোপণ করে সবুজ চত্বরে রুপ দেওয়া হয়েছে এবং চত্বরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং করা হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত এ সার্বিক কাজে সহায়তা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদার,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমূখ।