কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকলে জাতীয়তাবাদী দল( বিএনপি) কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকেল ৪ টায় গৌরনদীর সরিকল ইউনিয়নের শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের কার্যক্রম করা হয়েছে। এ সময় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার বিএন পির সদস্য ও প্রবীন নেতা মোঃ জামিল হোসেন পান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা উত্তরের আহবায়ক মোঃ জাবির হোসেন জুয়েল,
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সরিকল ইউনিয়নের বিএনপির নেতা মোঃ আনিসুর রহমান হাওলাদার, মোঃ মাকসুদুর রহমান মৃধা, বিএনপি জেলা ছাত্র দল নেতা মোঃ সুমন মৃধা সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদক নির্মুলে এক যোগে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক সমাজের একটা মারাত্মক মরন ব্যাধী, এই ব্যাধী সমাজ থেকে যে কোন মুল্যেই প্রতিহত করতে হবে। অন্যথায় যুব সমাজ ধংশের দিকে ধাবিত হবে। তাই এই ব্যধী নিরোসনের লক্ষে সকলেে একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।