জন জীবন ঃঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার নিমতলা এলাকার একটি রেস্টুরেন্টে কারিতাস আইএফএস-আইসিটি প্রকল্প আয়োজনে ৮০জন প্রশিক্ষনার্থীর মাঝে এই সনদ বিতরণ করা হয়।
কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক ফোকাল পার্সোন জুয়েল পি রিবেরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সাধারন পরিষদের জেনারেল সেক্রেটারী ফাদার লেনার্ড সি রিবেরু।
নারায়ণ চন্দ্র মজুমদার নয়ন ও ইভা অড্রে রোজারিও সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা আইসিটি সেন্টার লোকাল এ্যাডভাইজার কমিটির সভাপতি অধ্যক্ষ সামছুল হক হাওলাদার ও সিস্টার মুক্তাসহ অন্যান্যরা।