মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।গত ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এ তিন দিনে সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি কর্তৃক) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে।যার আনুমানিক মূল্য ৭৭ লক্ষ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত (২১-২৩) নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় অলিভ ওয়েল ৩১১ পিস, বাঁজি ২৯৪২৩ পিস, বডি লোশন ২৫৮ পিস, ঘি ৪৫৯ পিস, চিনি ১০৯৮০ কেজি, বিয়ার ৮৮ বোতল, গাঁজা ২২ কেজি, মলম ৬২৬ পিস, চাউল ৪৮৬ কেজি, এনার্জি ড্রিংস ১৪৯০ পিস, মেসওয়াক ২১৫ পিস, বুরুজ ৬৪৯ বক্স, মশার কয়েল ২৬২০ পিস, মোটরসাইকেল ০২টি, অটোরিক্সা ০১টি, হুইস্কি ৯১ বোতল, ফেন্সিডিল ১০১ বোতল, ইস্কফ সিরাপ ১০৪ বোতল এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলে ২৫০০০ পিস জব্দ করে।
এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।