কচুয়ায় বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:০৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:০৪:১৭ পূর্বাহ্ন


উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।। 
কচুয়া উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, খেসারী, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, শাক সবজি ( উফশী ও হাইব্রিড), বোরো ( হাইব্রিড) ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর সকাল ১১ টায় কৃষি অফিসের সামনে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে.এম.আবু নওশাদ। 

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিআরডিবি অফিসার হাসান ইমাম প্রমূখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা হিসেবে ৭০ জন কৃষকের প্রতিজন বিনামূল্যে এক কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ১০ কেজি করে ডিএপি সার, পেয়াজের জন্য ৪০ জন কৃষকের প্রতিজন কৃষক ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, গম এর জন্য ২০ জন কৃষকের প্রতিজনকে ২০ কেজি গম বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলায় ৪ হাজার ৯ শ জন কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ জনের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে বাকিদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]