১৮ বছর পর নিজ এলাকায় সাবেক এমপি এম এ এইচ সেলিম 

আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৬:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৬:৫৮:৪৭ অপরাহ্ন



উজ্জ্বল কুমার দাস নিজস্ব প্রতিনিধি।। 
দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকায় ফিরেছেন বাগেরহাট সদর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। এলাকার উন্নয়নে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। এছাড়াও বাগেরহাটে একটি মেডিকেল কলেজ ও মায়ের নামে প্রতিষ্ঠিত মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন।এদিন হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন।

বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।

আগামী ২৬ শে নভেম্বর বিকাল ৩ টায় বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে আরেকটি গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]