পবায় মাটির নীচে থেকে আড়াইকেজি গাঁজাসহ দম্পত্তী গ্রেফতার

আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৬:১৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৬:১৭:৫০ অপরাহ্ন



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় মাটির নীচে লুকানো অবস্থায় ২কেজি ৪০০গ্রাম গাঁজা-সহ এক মাদক কারবারী দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৪ নভেম্বর) গভীর রাতে মহানগরীর পবা থানাধীন বড়গাছি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাটির নীচে লুকানো অবস্থায় ২কেজি ৪০০গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। সোমবার (২৫ নভেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক দম্পত্তী তারা দু’জন সম্পর্কে স্বামী- স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক কারবারের সাথে জড়িত এবং তারা পবা থানাধীন বড়গাছি এলাকার পেশাদার মাদক কারবারী। এ ব্যপারে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]