প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ৮:৪৪ পি.এম
তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য ওরিয়েন্টেশন ও জনসচেতনামূলক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
জানা যায়, সোমবার (২১ মার্চ) সকাল ১১টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেমিয়েন ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান। উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক ইনচার্জ স্বপন কুমার দত্তের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা আনন্দ মোহন গোষ্মামী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মঞ্জুরুল মুকিত।
আনন্দ মমোহন গোষ্মামী জানান, দুই সপ্তাহের বেশি কাশি থাকলে যক্ষ্মার লক্ষণ দেখা দেয় তাই দেরি না করে সমাজের সকল শ্রেণির লোকদের জন্য বিনামূল্যে পরীক্ষা এবং ঔষধ প্রাপ্তির জন্য ডেমিয়েন ফাউন্ডশন সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া ম্যালেরিয়া, এইচআইভি এবং কুষ্ঠ রোগের চিকিৎসাও ডেমিয়েন ফাউন্ডেশনে বিনামূল্যে দেয়া হয়। সরকারের এইসব সেবাসমূহ সকলকে অবহিত করার জন্যই এই অরিয়েন্টেশন সভা।
উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।