প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৪, ৭:৫৫ পি.এম
কাউখালীতে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের অভিযান।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।পিরোজপুরের কাউখালি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ বায়েজিদুর রহমান নেতৃত্বে সোমবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে মা ওরাল হেলথ কেয়ার, সিদ্দিকিয়া ডেন্টাল কেয়ার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে সতর্কীকরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ ইশতিয়াক আহমদ, সেনেটারি ইন্সপেক্টর এস, এম, ইলিয়াস উদ্দিন, পেশকার মোঃ জাহিদ হোসেন ও কাউখালি থানার পুলিশের একটি ফোর্স। কাউখালী
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।