ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি কলেজ ক্যাম্পাসে নব-নির্মিত দশম তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফলক উম্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্বে ছাত্র-শিক্ষক একযোগে কাজ করতে হবে। কলেজ ক্যাম্পাসে বড় বড় ভবন নির্মিত হলেই জাতির জাতীর উন্নতী হয়না। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করলে তাতে দেশ, সমাজ ও জাতীর উন্নতী হয়। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, কলেজের শিক্ষক, ছাত্রসহ স্থানীয় গন্যমান্য অনেকে। ভবন উদ্বোধন শেষে কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন ঝালকাঠি সনকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ।
শিক্ষার্থীরা বলেন, আমরা আগে বরিশালসহ পার্শবর্তী জেলার কলেজে ভর্তি হইতাম। এখন অন্য জেলার শিক্ষার্থীরা আমাদের (ঝালকাঠি) কলেজে ভর্তি হতে আসে। এতে প্রমান করে আমাদের কলেজে পড়াশোনার মান উন্নয়নসহ সার্বিক উন্নতী হয়েছে।
ক্যাপশন: ঝালকাঠি সরকারী কলেজের বহুতল একাডেমীক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সংসদ সদস্য আমির হোসেন আমু।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]