মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহীদ সোহেল ও শহীদ জগন্নাথ পাড়ে হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম, এ, হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যালর এইড অফিসার এসএম মাহফুজ আলম, বিচারক মো: আমিরুল ইসলাম, বিচারক মো: আজাদুর রহমান শেখ, বিচারক মো: মনিরুজ্জামান, এএইচএম ইমরানুর রহমান, মাহবুবা শারমিন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আনোয়ার সাইদ, আইনজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর আ: মান্নান রসূল, জিপি মীর রফিকুল ইসলাম আজম, এপিপি বনি আমিন বাকলাই, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো: মশিউর রহমানসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকবৃন্দ।
তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভায় প্রামাণ্য প্রতিবেদন ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী জজ মো: হাবিবুর রহমান। তিনি জানান, তথ্য অধিকার আইন ২০০৯ বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ-৩৯ চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক- স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। এর ধারাবাহিকতায় সরকার ২০০৯ সালের ৬ এপ্রিল তথ্য অধিকার, ২০০৯ পাশ করে। তথ্যের মূল্য আবেদনকারী কর্তৃক ১-৩৩০১-০০০১-১৮০৭ চালান কোডে জমা দিতে হবে বলে তিনি জানান।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভায় উপস্থিত থেকে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা এবং যার যার অবস্থান থেকে এ আয়োজনের সুবিধা কীভাবে নেয়া যায় তা জানার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিছু কিছু সমস্যা ও না জানার কারণে তথ্য অধিকার আইনের সুবিধা অনেকে ভোগ করতে পারে না। তথ্য অধিকার কীভাবে নিশ্চিত করা যায় এজন্য এ প্রচারণামূলক সভার আয়োজন করা হয়েছে। লিগ্যাল এইড এবং আদালতের মামলার রায়ের নিউজগুলো জনস্বার্থে প্রচার ও প্রকাশ করার জন্যে মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]