প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৩, ৫:০৫ পি.এম
মানিকগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১০ লক্ষ টাকা জরিমানা
আবু বক্কর সিদ্দিক:মানিকগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়িকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই দুই ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় ।
উপজেলার কাটিগ্রাম ইউনিয়নের দেলধা মৌজায় মঙ্গলবার (৯ মে) বিকেলে মানিকগঞ্জ সদর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
সাজাপ্রাপ্তরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার নওগাঁ এলাকার হাজী আব্দুল ওয়াহাবের ছেলে আবু বকর সিদ্দিক ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাহেদুল ইসলাম।
আসমা উল হুসনা জানান, সাজাপ্রাপ্তরা ওই এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই মাটি ব্যবসায়িকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে দুইজনকে দশ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।