প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২২, ১০:১৫ এ.এম
ব্রাহ্মণপাড়ায় বিপুলপরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ জন
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার সীমান্তবর্তী এলাকায় গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এসময় মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলষ্টেশনের পশ্চিমে সোনা মিয়া মালদার মার্কেটের সামনে শশীদল বাজার টু হরিমঙ্গল বাজার গামী পাকা রাস্তার পাশের মোঃ খিজির মিয়ার বাড়ির ছাদে মজুদ রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দক্ষিণ তেঁতাভূমি হতে মোঃ জাহাঙ্গীর আলম (৩৬)কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহাম্মদপুর এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।