প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৬:৪৪ পি.এম
বটতলায় বসে বিনামূল্যে রোগী দেখলেন ডাক্তার দম্পত্তি
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ গ্রামের দুঃস্থ, দরিদ্র, অসহায় মানুষদের কাছে চিকিৎসা মানেই অনেক দৌড়াদৌড়ি, খরচের বিষয়। সাধারণ মানুষের সেই খরচের বোঝা লাঘব করতে ময়মনসিংহের গৌরীপুরে ডাক্তার দম্পত্তির বিনামূল্যে রোগীদের ব্যবস্থাপত্র ও ঔষধ দিয়ে যাচ্ছেন। এরকম দৃশ্যের দেখা মিলে উপজেলার বেতান্দর গ্রামে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর বটতলায় বসে রোগী দেখছেন রাজধানী ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের যোহযোগী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ ও তার অর্ধাঙ্গীনি পাইওনিয়ার ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের ডেন্টাল সার্জন মৌসুমী আক্তার সুমা।
বেতান্দর গ্রামের নূরজাহান বেগম (৪৩) বলেন, আমি গরীব মানুষ। উচ্চ রক্তচাপ ও কোমড়ের ব্যাথ্যায় ভুগছি। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি, আবার ঔষধও পেয়েছি।
ডাক্তার দেখাতে আসা সুলতান মিয়া (৫০) বলেন, আমাদের মতো গরীবদের ডাক্তার দেখাতে অনেক হিমশিম খেতে হয়। আজকে এই বটতলায় বিশেষজ্ঞ ডাক্তার আকাশ স্যার ও উনার স্ত্রী বিনামূল্যে এলাকার মানুষদের চিকিৎসাসেবা দিয়েছেন। এলাকার মানুষ এতে অনেক খুশি।
ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, আমি সবসময় গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করি। প্রচুর গরম থাকায় বটতলায় বসে রোগীদের দেখছি। গ্রামের মানুষের আন্তরিকতায় ও সহযোগিতায় প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও ঔষধ দিয়েছি। সেবা পাওয়ার পর সাধারণ মানুষের মুখে যে হাসি ফুটে উঠে সেটাই আমার পরম পাওয়া।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।