প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৩, ৮:২৫ পি.এম
নোয়াখালীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
নিহত মজিবুর রহমান রতন (৫৯) সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুয়া মিয়ার বাড়ির সুয়া মিয়ার ছেলে। তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা কামাল উদ্দিন বলেন, গত ৭দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রতন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যার দিকে তাকে কুল্লিার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।