আবু বক্কর সিদ্দিক জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে।
ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটের নিরাপদ ফসল উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় “ স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে এই জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উদযাপিত হয়।
গত ৪ ফেব্রুয়ারী রবিবার ১১.০০ ঘটিকায় সিংগাইর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের বর্নাঢ্য র্যালী উদ্যাপন শেষে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলার সাবেক ভাইস চেয়্যারম্যান আনোয়ারা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কও সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অলোক সাহা এবং বীরমুক্তিযোদ্ধা সাদেক আলী।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম সরকার। মোঃ হাবিবুল ইসলাম সহকারী সমন্বয়কারী এবং সহ. কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমান, আলোচনা সভার লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন।
ওয়েভ ফাউনেন্ডশনের কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাগণ নিরাপদ খাদ্য দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিরাপদ সবজির সম্ভাবনা উপস্থিত সবজি চাষী ও ছাত্রীদের মাঝে তুলে ধরেন। আলোচনা সভা শেষে ১০ জন নিরাপদ সবজি উৎপাদন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ৫০ জন ছাত্রীদের মাঝে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উপর রচনা প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।