প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৯:৪৬ পি.এম
পশু হাসপাতালের পাশে পরিত্যক্ত ভবন এখন মাদকের আখড়া।
ফাহাদ মোল্লা
টংগিবাড়ী উপজেলার পশু হাসপাতালের পাশে পরিত্যক্ত ভবন এখন মাদক সেবীদের নিরাপদ জায়গা। বর্তমানে জায়গাটি মাদক সেবনের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। পরিত্যক্ত ভবনের পাশেই প্রতিদিনিই চলে মাদক সেবনের কার্যক্রম। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই পরিত্যক্ত ভবনের আশপাশে মাদক সেবনকারী দের নিরাপদ স্থান। শুধু তাই নয়, পরিত্যক্ত ভবনটির কারনে রাস্তাটি তে ও চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে ভবনের অপর পাশে থাকা মানুষজন
সরোজমিনে দেখা যায়, ভবন টির আশেপাশে প্রায় স্কুল কলেজের ছাত্ররা আড্ডা দিচ্ছে উপজেলার আশেপাশের এলাকার
বিভিন্ন জায়গা থেকে আগত মাদক সেবীরা আরামদায়ক পরিবেশে মাদক সেবন করতে আসে এ পরিত্যক্ত ভবনে। সন্ধ্যা নামলেই বেড়ে যায় তাদের আনাগোনা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, রাতের বেলা এ রাস্তা দিয়ে যেতে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা খলিল আহমেদ জানান, এমনিতেই ভবনটির জন্য জায়গার সমস্যা তৈরি হয়েছে অপরদিকে মাদক সেবীদের আড্ডা খানায় পরিনত হওয়ায় সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।