পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ভান্ডারিয়া উপজেলাকে চাঁদাবাজী ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন।
তিনি শুক্রবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে গণ মাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষাণা দিয়ে বলেন, কারো চাঁদা লাগলে আমি দিব। কিন্তু সাধারণ মানুষকে কোন স্থানে চাঁদা দিতে হবেনা। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: মহিউদ্দিন মহারাজ আরো বলেন, ভান্ডারিয়া একটি শান্তি প্রিয় জায়গা আমরা শান্তি প্রিয় রাখতে চাই। তিনি সন্ত্রাস নৈরাজ্য,মাদক, চাঁদাবাজি,ইভটিজিং ও ভান্ডারিয়া থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ থেকে অর্থ না নেওয়ার জন্য নিদের্শ প্রদান করেন এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগী চেয়েছেন এই এমপি।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার প্রমুখ। এর পূর্বে নবর্নিবাচিত এমপি মহিউদ্দিন মহারাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংবাদকর্মীরা।