আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিমের মায়ের স্মরণে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে কালকিনি প্রেসক্লাবের আয়োজনে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কালকিনি প্রেসক্লাবের হলরুমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিমের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, দুলাল হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, সহ সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক রমিজ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আক্তারুজ্জামান, কার্যকরি সদস্য রাজীব হোসেন, রাজু আহমেদ, রনি আহমেদ নিপুল, রোমান হোসেন, বিএম আজাহার হোসেন, ইসতিয়াক আহমেদ চঞ্চলসহ মরহুমার পরিবারের সদস্যবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালকিনি প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা জাকির হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিমের গর্ভধারিনী মা গত ২৭ জানুয়ারি (শনিবার) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।