মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থান তৈরি করছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মোহাম্মদ আলী। তার ইচ্ছে মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির সামনে, রাস্তা এবং খালের পাশেই সুন্দর পরিবেশেই জীবদ্দশায় নির্মাণ করেছেন তার কবরস্থান, যেখানে ছাঁদ করে মাজার তৈরি করেছেন। মৃত্যু পরবর্তী সময় যেন তাকে বসবাসরত ঘরেই দাফন করা হয়। সংসার ত্যাগি হয়ে গত তিন দিন ধরে বসবাস শুরু করেছেন। মোহাম্মদ আলী দয়াল ফকিরের এ কাণ্ড নিয়ে এর মধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে।
উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে বসবাস করেন, তার পিতার নাম আসমাইল শেখ। তিনি ৭০ বছর আগে গাজীপুরের চানপুরের আব্দুস সামাদ চানপুরির কাছে বাইয়্যিত নিয়ে ছিলেন, পিরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর স্থান নির্মাণ করেছেন বলে জানান।কথা বলার সময় একদিন এদুনিয়া ছারতে হবে মনে করেই অশ্রুসিক্ত হয়ে যান।
জানা যায়, প্রায় শতবছরের এই বৃদ্ধ দয়াল ফকির ১ ডজন ছেলে মেয়ের পিতা। সরল সভাবের মানুষ তিনি।
মোহাম্মদ আলী দয়াল বলেন, মৃত্যুর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি।