পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজারের পেকুয়ায় ষড়যন্ত্রমুলক মামলায় আটক হয়ে দীর্ঘ এক মাস কারাভোগ শেষে জেল থেকে সদ্য কারামুক্ত ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ ও টিপুকে সংবর্ধনা দিয়েছে পেকুয়া উপজেলা আ’লীগ।
শুক্রবার (২রা ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে পেকুয়া বাজারের নিউ মার্কেট চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। আমিনুর রশিদ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী এবং রাজাখালী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম টিপু।
পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এটি.এম.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আ’লীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক প্রমূখ।
ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মিথ্যা মামলায় আমাকে ও টিপু ভাইকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের এবং যুবলীগের সাথে জড়িত। নানাভাবে হয়রানি হতে হয়েছে আমাদের। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম।
সাবেক সংসদ সদস্য জাফর আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ভোট ডাকাতি করে আমার বিজয় কেঁড়ে নেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিম চৌধুরী, চকরিয়া উপজেলা আ’লীগ সাঃ সম্পদক আবু মুছা, লায়ন আলমগীর, পেকুয়া উপজেলা আ’লীগের সহসভাপতি আবুল শামা, বশির আলম, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, এম ওসমান গণি, দফতর সম্পাদক জিয়াবুল হক, সদর আ’লীগ সভাপতি এম আজম খাঁন, উজানটিয়ার ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, উজানটিয়া আ’লীগ সভাপতি শাহ জামাল, সম্পাদক নাছির উদ্দিন, বি এম চর ইউপি’র সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুরুল আবছার, ইউপি সদস্য ফোরকান, ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুল কাইয়ুম, উপজেলা যুবলীগ নেতা বাদশা,আবদুল করিম, মনছুর, মামুন, মির্জা বাহাদুর, রুহুল কাদের, ছাত্রলীগ শাহজান, পারভেজ উদ্দিন নিশান, আরফান, সাঈদী, সজীব, এনামসহ আ’লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ছাত্রজনতা স্বতস্ফুর্তভাবে সভায় যোগদান করেন।