প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২২, ৭:০৯ পি.এম
এক বন্ধু করে বাঁচাতে গিয়ে পদ্মার পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু
রবিউল ইসলাম, রাজাশাহীঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড়কুঠি এলাকায় সারিক আলীর ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের এবং নিরব লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা দুই জন বন্ধু।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮/১০ জন গোসল করছিল। এদের মধ্যে হটাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পরে উঠে আসে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিনজনের কেউ সাতাঁর জানেনা বলে ওসি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।