প্রেস বিজ্ঞপ্তি
ডিএমপি, ঢাকার দক্ষিনখান থানা এলাকা হতে ডাকাতি প্রস্তুতি ও বিষ্ফোরক মামলার এজাহারভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, ডাকাতি পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯/১০/২০২৩ তারিখ রাত্রি ০২.০৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ২নং তেতুলিয়া ইউনিয়নের সরাইগাছি-আড্ডা রোডের তেতুলিয়া মোড়ের কাঁঠালতলা নামক স্থানে জনৈক শহিদুল মেম্বারের আম বাগানের পশ্চিম পার্শে^ পাঁকা রাস্থার উপর পোরশা থানার রাত্রী কালিন টহল ডিউটি চলাকালে গোপন সংবাদ পেয়ে জানতে পারেন যে পোরশা থানাধীন বেলঘরিয়া গ্রামের পাঁকা রাস্তা দিয়া অজ্ঞাতনামা ডাকাতরা একটি চার্জার ভ্যান যোগে গোমস্থাপুর থানাধীন আক্কেলপুর এলাকায় যাইতেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বাদী উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করিয়া পোরশা থানাধীন বেলঘড়িয়া গ্রামস্থ বীর মুক্তিযোদ্ধা মৃত আফছার আলীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান কালে দেখতে পায় যে, ০৪ জন লোক একটি চার্জার ভ্যান যোগে গমস্থাপুর থানাধীন আক্কেলপুরের দিকে যাইতেছে। আসামীগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ভ্যান হইতে নেমে দ্রুত পালানোর চেষ্টা কালে বাদী ফোর্স ও স্থানীয় জনগনের সহায়তায় ০৩ জন আসামীকে গ্রেফতার করে। সেই সময় অপর একজন আসামী দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বাদী উক্ত আসামীর বিরুদ্ধে পোরশা থানা, নওগাঁ জেলা একটি লিখিত এজাহার দায়ের করেন। পরবর্তীতে এই ডাকাতির ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ইং তারিখ অনুমান ০০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার পোরশা থানার মামলা নং-১০, তারিখ-১৯/১০/২০২৩ খ্রিঃ, ধারাঃ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ (সংশোধনী) ২০০৯ এর ৫ এর সূত্রোক্ত মামলার পলাতক আসামী ১) মোঃ খাইরুল ইসলাম @ বাইরুল (৪৫), পিতা-মোঃ আফসার আলী, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ডিএমপি ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা পানির পাম্প এলাকা অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিতিত্তে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ খাইরুল ইসলাম @ বাইরুল (৪৫)’কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১০১০৩