প্রেস বিজ্ঞপ্তি
পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যা মামলার পলাতক অন্যতম প্রধান আসামী সাগর’কে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বাদুরা এলাকায় বসবাসকারী মোঃ জাহাঙ্গীর পঞ্চায়েত এর সাথে জমি-জমা নিয়ে একই এলাকায় বসবাসকারী সাগরসহ কয়েক জনের সাথে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ০৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকায় সাগর ও তার অন্যান্য সহযোগীরা মিলে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর পঞ্চায়েত এর উপর অতর্কিত আক্রমন করে।
এসময় সাগর ও তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে জাহাঙ্গীর পঞ্চায়েতকে এলোপাথাড়িভাবে বেধরক মারধর করতে থাকে। মারধরের একপর্যায় ভিকটিম জাহাঙ্গীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে সাগর ও তার অন্যান্য সহযোগীরা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
অতঃপর স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জাহাঙ্গীরের অবস্থায় গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতল বরিশালে রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জাহাঙ্গীরের পরিবারের লোকজন জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য উল্লেখিত হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে গত ০৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ ভিকটিম জাহাঙ্গীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতল বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বুলু বেগম (৫০) বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় সাগর হাওলাদার (২০) সহ ০৭ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৬/৬, তারিখ-০৩/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ দÐ বিধি। পরবর্তীতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকাÐের বিষয়টি জানতে পেরে হত্যাকাÐের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৩:১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-০৮ এর সহযোগীতায় রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন খোলামুড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে উল্লেখিত পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঞ্চল্যকর জাহাঙ্গীর পঞ্চায়েতকে নৃশংসভাবে হত্যাকাÐে সরাসরি জড়িত পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ সাগর হাওলাদার (২০), পিতা-মন্নান @নয়ন হাওলাদার, সাং-বাদুরা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকাÐে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমিনুল ইসলাম
উপপরিচালক
অপ্স অফিসার, র্যাব-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৩