প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা হতে খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী “মোঃ নোমান” র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২৮ জানুয়ারি ২০২৮ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শান্তি ধারা এলাকা হতে খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ নোমান (২৭), পিতা- মোঃ আব্দুর রব বেপারী, মাতা- মোছাঃ সালেহা বেগম, সাং- শান্তি ধারা, থানা- ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ৩ আগস্ট ২০১৫ সালে রাত্রে ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০)উৎসব পরিবহনের একটি বাস যোগে ঢাকা হতে নারায়ণগঞ্জ ফেরার পথে পথিমধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার মাহমুদপুর এলাকায় পৌছালে একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উক্ত বাসটি থামিযয়ে ভুক্তভোগী নুরল ইসলামের নিকট হতে টাকা সহ ব্যাগ ছিনিয়ে নেয়ার প্রাক্কালে বাধা প্রদান করলে তাকে গুলি করে হত্যা করা হয়।
পরবর্তীতে ৫ ই আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এ সংক্রান্ত্র একটি মামলা দাযয়ের করা হয়। ফতুল্লা মডেল থানার মামলা নং ১৫ তারিখ ০৫-০৮-২০১৫ ইং ধারা ৩৯৬ পেনাল কোড ১৮৬০; তৎসহ ৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– কাজী শাহাবুদ্দিন আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ। মোবাইল-০১৭৭৭৭১১১১১