ফরিদগঞ্জ প্রতিনিধি:
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে ৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসার অভিযোগে মোঃ মহসিন (২৫) কে আটক করা হয়। উপজেলার গুপ্টি ইউনিয়ন এলাকায় তাকে আটক করা হয়। বৈচাতলী গ্রামের পিতা শফিকুর রহমানের ছেলে। আটককৃত বাড়ি পার্শবতী থানা রামগঞ্জ বৈচতলী এলাকায় আটককৃত দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপণ সংবাদের খবর পেয়ে উপ – পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন সংঈীয় পোর্স এ এস আই অলি উল্লাহ, এ এস আই সাদ্দম হোসেন সহ পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে ৮ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ মহসিন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সচেতন মানুষজন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সোমবার (২৮ জানুয়ারি) মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।